ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে ক্যেমোথেরাপির সাধারন ওষুধ সিস্পল্যাটিন দিয়ের তার উপর একটি আবরণ তৈরি করেন৷ বৈজ্ঞানিকরা সার্জিরির সময় ব্রেন টিউমারের স্যাম্পেল বের করে তার ওপর সোনার বলগুলি প্রয়োগ করে৷ এরপর ক্যানসার কোষের রেডিওথেরাপি করা হয়৷...

